আল্লামা শফীর বক্তব্য নিয়ে যা বললেন ফখরুল Politics News--Bangla News

 • Published on:  1 week ago
 • Video full hd 1080 আল্লামা শফীর বক্তব্য নিয়ে যা বললেন ফখরুল Politics News--Bangla News , 720, 480 আল্লামা শফীর বক্তব্য নিয়ে যা বললেন ফখরুল Politics News--Bangla News
  Our other videos link

  পুলিশের সামনেই ইয়াবা সেবন করলেন চরমোনাই পীরের চাচাতো ভাই Bangla news
  https://www.youtube.com/watch?v=-hu0tSxNdUg

  অভিনেত্রী অহনাকে ট্রাকে ঝুলিয়ে নেয়া সেই চালক গ্রেফতার Showbiz News-- Bangla News
  https://www.youtube.com/watch?v=ROcv7...

  নড়াইল জুড়ে সিসি ক্যামেরা লাগালো মাশরাফির ফাউন্ডেশন Mashrafe Bin Mortaza -- Bangla News
  https://www.youtube.com/watch?v=LEdr-...

  কাবা প্রাঙ্গণে কালো ঘাসফড়িং Black grasshopper in the Kaaba Bangla News
  https://www.youtube.com/watch?v=mFUm3...

  আল্লামা শফীর বক্তব্য নিয়ে যা বললেন ফখরুল
  Fakhrul said what Allama Shafi said

  মেয়েদেরকে স্কুল-কলেজে না পড়াতে এবং পড়ালেও সর্বোচ্চ ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়ানোর জন্য ওয়াদা নিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।

  দেশের নারী শিক্ষা নিয়ে আল্লামা শাহ আহমেদ শফীর বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  মির্জা ফখরুল বলেন, মেয়েদের স্কুল-কলেজে না পাঠানোর জন্য হেফাজতের আমিরের বক্তব্যে আমি হতবাক ও বিস্মিত হয়েছি। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এ ধরনের বক্তব্য বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিব্রত করবে বলে মনে করেন বিএনপি মহাসচিব।

  হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী নারী শিক্ষা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  রবিবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

  বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন প্রেরিত ওই বিবৃতি বলা হয়, নারী শিক্ষার সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। বিএনপি মনে করে নারী সুশিক্ষায় আলোকিত না হলে তাদের বিকাশ ও প্রকৃত ক্ষমতায়ন হবে না।

  ‘নারী-পুরুষ নির্বিশেষে শিক্ষিত হওয়া ছাড়া ইসলামে সমাজকল্যাণ, অর্থনেতিক ও মানবিক সাম্যসহ ইসলামের অন্তর্নিহিত মর্মবাণী বুঝতে সক্ষম হবে না। সন্তানের প্রাথমিক শিক্ষালাভ ঘটে মায়ের কাছ থেকেই। নৈতিক ও অক্ষর পরিচয়ের প্রথম পাঠশালাই হলো মায়ের সাহচার্য। সুতরাং মা সুশিক্ষিত না হলে পারিবারিক প্রতিষ্ঠানটি ঐক্যবদ্ধ ও সুসংহত হয় না।’

  গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে ফখরুল বলেন, সামাজিক অন্যায় ও বৈষম্য দূর করার জন্য অবশ্যই নারীর শিক্ষা অপরিহার্য। বাংলাদেশের মোট জনসমষ্টির অর্ধেকই নারী, প্রাচীন প্রথা ও কুসংস্কারের নিগড় থেকে বেরিয়ে এসে জাতি গঠনমূলক ও জাতীয় অর্থনীতিতে যথার্থ ভূমিকা পালনের প্রধান শর্ত হচ্ছে নারী শিক্ষা।

  মির্জা ফখরুল আরও বলেন, নারীরা শিক্ষিত না হলে তারা সমাজে অমানবিক নষ্টবুদ্ধির মানুষদের প্রতারণা, লাঞ্ছনা ও শোষণ-বঞ্চনা থেকে রক্ষা পাবে না। নিগ্রহ ও অসম্মানের হাত থেকে বাঁচতে বাংলাদেশের অক্ষরহীন নারীদের অবশ্যই পড়ালেখা করতে হবে। তা না হলে আমাদের দেশ ও সমাজ অগ্রসরমান পৃথিবী থেকে অনেক পেছনে অবস্থান করবে।

  উল্লেখ্য, শুক্রবার (১১ জানুয়ারি) জুমার নামাজের পর চট্টগ্রামের আল জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের প্রধান অতিথির তিনি এ সব কথা বলেন।

  অনুষ্ঠানে উপস্থিত ১৫ হাজারের অধিক মুসলমানদের কাছ থেকে এমন ওয়াদা নেন তিনি।

  আহমদ শফী বলেন, আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন না। ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারবেন। আর বেশি যদি পড়ান... পত্র-পত্রিকায় দেখতেছেন আপনারা... মেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে কিছুদিন পর আপনার মেয়ে থাকবে না। তাই আপনারা আমার সঙ্গে ওয়াদা করেন। বেশি পড়ালে আপনার মেয়েকে টানাটানি করে অন্য পুরুষ নিয়ে যাবে। এ ওয়াজটা মনে রাখবেন।

  এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানগণ হাত তুলে ওয়াদা করেন। এছাড়া তিনি পুরুষদের সুন্নত মোতাবেক দাড়ি রাখা, নামাজ পড়া ও মেয়েদের পর্দা করানোর বিষয়ে উপস্থিত সবার কাছ থেকে হাত উঠিয়ে প্রতিশ্রুতি নেন। পরে দোয়া পরিচালনার মাধ্যমে তিনি বক্তব্য শেষ করেন। Video আল্লামা শফীর বক্তব্য নিয়ে যা বললেন ফখরুল Politics News--Bangla News upload by channel Bangladesh Breaking News ago 1 week ago with 79 views.Rating: 100%(by 2 users) - What think other users about this videos - Excellent! Must Watch this Video

Please leave your comments